বাজরিগার ব্রিডিং - Baazigar Lover

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, 5 November 2021

বাজরিগার ব্রিডিং

 প্রসঙ্গঃ #বাজরিগার #ব্রিডিং

ক্লাসঃ ০২
খাচাঁ নির্বাচন এবং সেটাপঃ
১ঃ প্রথমে খাচাঁ, খাচা সর্বনিম্ন, আবার বলি সর্বনিম্ন ১২/১৮ হতে হবে। তবে ব্যাক্তিগত মতামত ১৮/১৮ বা ১২/২৪/২৪ ভালো হবে। রেডিমেড ১২/১৮ গুলা আমার একদমই পছন্দ না।
২ঃ খাচার ভিতরে পার্চ অথবা পাখির বসার জন্য লাঠি থাকবে। যেটা কিনা গাছের ডাল হলে বেষ্ট। কিন্তু, আপনি বাজারের রেডিমেড পার্চ দিলেও সমস্যা নেই। তবে, রাউন্ড টাইপের পার্চ হলে ভালো। আজকাল প্লাস্টিকের পার্চও পাওয়া যায়, এটা এড়িয়ে চলা ভালো।
৩ঃ খাচায় খাবারের বাটি থাকবে, পানির বাটি থাকবে, সফট ফুডের বাটি থাকবে এবং গ্রিডের বাটি থকবে। পার্চ এমন ভাবে সেট করতে হবে, যেনো, পাখি পার্চে বসার পর পাখির পুপস যেনো কোন বাটিতে না পরে।
৪ঃ বাজরিগার একটু উপরের দিকে ব্রিডিং করতে পছন্দ করে, তাই, খাচা একটু উপরে হলে ভালো। তবে, বেশি পাখি পালনের ক্ষেত্রে এটা মুখ্য বিষয় না। তবে, একটি বিষয় গুরুত্বপূর্ণ, পাখি যেই রুমে বা বারান্দায় থাকবে, আলো বাতাসে থাকলে পাখির সাস্থ্য ভালো থাকবে।
৫ঃ পোষ না মানা বাজরিগার মানুষের থেকে একটু দূরে থাকতে পছন্দ করে, তাই, বারান্দায় পাখির খাচা সেট করার সময় দরজা থেকে দূরে সেট করার চেষ্টা করবেন।
৬ঃ পাখির বয়স কম হলে অথবা, পাখি ব্রিডিং না করালে খাচায় কিছু খেলনা রাখতে পারেন। দোলনা, বল, মই, আয়না ইত্যাদি রেডিমেড কিনতে পাওয়া যায়।
৭ঃ ব্রিডিং এর সময় খাচায় হাড়ি সেট করতে হয়, সেটা যথা সম্ভব খাচার উপরিভাগে সেট করতে হয়। এবং, হাড়ির উপরে যেনো পাখি বসতে না পারে, এবং হাড়িতে যেনো পুপস না করতে পারে এমন ভাবেই হাড়ি সেট করতে হবে।
একটা কথা বাকি থেকে যায়, পাখিকে ব্রিডিং এ দিলে খাচাঁ নাড়াচাড়া করা যাবে না। এক জায়গায় ফিক্স থাকবে।
আবার কথা হবে পরের ক্লাসে, ইনশাআল্লাহ।
ধন্যবাদ।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages