একটা ব্যাপার লক্ষণীয় পাখি কেনার সাথে সাথেই খাচাঁয় হাড়ি দেয়া হচ্ছে। পাখি সুস্থ কি না, জোড়া ঠিক আছে কি না, ব্রিডিং এর জন্য প্রস্তুত আছে কি না এই বিষয়গুলো না জেনেই হাড়ি দিয়ে দিচ্ছি। আমি আজ কিছু কথা বলবো বাজরিগার ব্রিডিং নিয়ে।
জোড়া নির্বাচনঃ সুস্থ মেল এবং সুস্থ ফিমেল এডাল্ট হলে ব্রিডিং করবেই করবেন। সবার প্রথম কাজ সুস্থ জোড়া নির্বাচন। মেল ফিমেল নিয়ে গ্রুপে অনেক তর্ক বিতর্ক হতে দেখেছি। অনেকে মেল কে ফিমেল বলছে, ফিমেলকে মেল বলছে এই নিয়ে বাকবিতণ্ডার অভাব নেই। কিন্তু, সবচেয়ে সহজ উপায় বলে দিতে চাই (যারা নাক দেখে মেল ফিমেল চিনেন না)। পাখির ভেন্টে কনিষ্ঠা আংগুল দিয়ে চাপ দিবেন। যদি পেলভিক বোন এর মাঝে আংগুল বসে যায় তবে ফিমেল, না বসে গেলে মেল। খুব সহজ। কিন্তু, পেলভিক বোন কি?
একটু গুগল করবেন প্লিজ।
আচ্ছা এই তো গেলো মেল ফিমেল নির্বাচন। তারপরের ধাপ সুস্থ পাখি নির্বাচন। সুস্থ পাখির ক্ষেত্রে কয়েকটা ব্যাপার লক্ষণীয়।
১ঃ পাখি খুব চঞ্চল হবে।
৩ঃ নাক মুখ সতেজ থাকবে।
৪ঃ পায়ুপথ পরিষ্কার থাকবে।
৫ঃ সাস্থ্য স্বাভাবিক থাকবে কোন চর্বি থাকবে না। আবার একদম শুকনা পাখিও না। বুকের পাজরে হাত দিলে বুঝা যায়।
এর পরেও যে আপনি নিশ্চিত হবেন তা কিন্তু না। উপরের ৫ টা পয়েন্ট ভিজুয়াল মানে চোখে দেখা। কিন্তু, শরিরে কোন রোগের জীবাণু আছে কিনা সেটা কিন্তু এখনো নিশ্চিত না। তাই, পাখি কিনে আনার পর অবশ্যই অন্য পাখিদের থেকে আলাদা রাখা লাগবে। কমপক্ষে ১ মাস। এই ১ মাসে কৃমির কোর্স, লিভার টনিক কোর্স, মান্থলি কোর্স, ACV কোর্স এইগুলো করিয়ে নিবেন।
পাখি নির্বাচনে শেষ কথা, আমি ব্যাক্তিগত ভাবে কখোনও রানিং পেয়ার কিনি নাই, ডিম সহ পেয়ার কিনি নাই, বাচ্চা সহ পেয়ার কিনি নাই। কেনো কিনি নাই, সেটা বলতে গেলে অনেকেরই ব্যাবসা বন্ধ হয়ে যাবে। আমার হাত দিয়ে অনেকেই পাখাল হয়েছে, তাদেরও শিখাই নাই। আমার দৃষ্টিতে ৩/৪ মাসের বেবি কিনে ব্রিডিং এর জন্য প্রস্তুত করা সবচেয়ে ভালো। ব্রিডিং এর বয়স কতো? ১২ মাস। আবারো বলি ব্রিডিং এর বয়স ১২ মাস। এর আগে পাখিকে ব্রিডিংএ দিবেন না।
যদি আর্টিকেলটা ভালো লাগে তবে নেক্সট ক্লাসে যাবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ।
No comments:
Post a Comment